কে যাও হাঁটিয়া ধীরে-
চাও নাতো কভু ফিরে,
আছে যে তোমার ছোট একটা কুটির।
কুঠার লইয়া হাতে-
দিন যে তোমার কাটে,
কেন মিছে রাজা সেজে হতে চাও বীর।


রাজা সেজে যদি চলো
লাভ কী তাহাতে বলো,
যদি না থাকে মনেতে সুখ বিশ্বাস।
যত থাক নাম ডাক-
যত থাক তেজ,
না থাকিলে মনুষ্যত্ব কে দিবে আশ্বাস।