শীতার্ত অসহায় এই প্রেমিকের কাঁপন তোমার হৃদয় স্পর্শ করবেনা জানি,
তবুও একবার এগিয়ে আসলে বেঁচে যাবে একটি প্রাণ!


এই পৌষের হাঁড় কাঁপানো শীতে তুমি প্রখর উষ্ণতা আমার,
অমূল্য শীতবস্ত্র তুমি, তোমার উষ্ণতায় হাসবে একটি পৃথিবী!


বিশ্বাস করো, আমায় ভালোবাসতে হবে না, কেবল আমায় বাসতে দিও,
আমার নাকের ঘাম মুছতে হবেনা, কেবল আমায় মুছতে দিও।
মাঝরাতে আমার কাঁথা ঠিক করে দিতে হবে না, এক ফোঁটা অধিকার দিও শুধু অভিমান করার।


তোমার উষ্ণতা পাওয়ার মৃদু আশ্বাসে পেটুক আমি নিরন্ন থেকে যেতে পারি অনায়াসে,
কুৎসিত,খর্বকায় কিংবা সেকেলে- ঠাই দাড়িয়ে থাকতে পারি উন্মুক্ত  উর্বর উপহাসে।