এভাবে বাঁচা যায় না হৃৎস্পন্দন!
হৃৎস্পন্দন ছাড়া কেউ বাঁচেনি কখনো,
আমিও বাঁচিনা; মরি ক্ষণে ক্ষণে!


এই নিঃসঙ্গতা, এই একাকীত্ব, ধূলোয় উড়িয়ে দাওনা ওগো!
উষ্ণতম আলিঙ্গনের স্বপ্নে বিভোর হৃদয়, কবে কাছে আসবে?
কবে ভেঙে চুরমার হবে দেয়াল—
মাথা তোলে দাড়াবে স্বপ্ন, প্রাণ পাবে ভালোবাসা—
কেউ জানেনা!


এভাবে বাঁচা যায় না,
কবে ফিরবে নীড়ে, এঁকে দেবে চুম্বন ঠোঁটে?
কবে ভিজবো ভরা বরষায়,কবে হাঁটবে জোড় পায়ে? আর সহ্য হয় না! মরছি ক্ষণে ক্ষণে!


তুমিহীনা এই শূন্য জীবন কবে পূর্ণ হবে আলোয়?
কবে দ্বিগুণ হবো তুমি বলে দাও।


মুড়ির ঠোঙ্গার মত বাতাসে ভাসা জীবন আমার—
কবে মধ্যাকর্ষনে স্থীর হবে সেই সিদ্ধান্ত তোমার।
আমাকে বাঁচাও প্রিয়তমা, আমি- মরছি ক্ষণে ক্ষণে।