আমি কাকে বলবো– আমার মন ভালো নেই?
নয়শত ছিয়ানব্বইটি পোকা মগজে কিলবিল করছে,
আমি কোথায় যাবো?
কাকে বলবো– মন ভালো নেই?
কাকে বলবো– কিচ্ছু ভালো লাগছে না আমার?


জানি সময় বদলাবে,
কোনো একদিন সব ঝেড়েঝুড়ে আজকের মন খারাপের মধ্যরতে ফেরার ইচ্ছে হবে হয়তো,
হয়তো এই সমস্যার বিছানায় ঘুমোতে মন চাইবে খুব,
কেউ পাশে থেকেও এই নির্জলা মধ্যরাতের চেয়ে সহস্রগুণ বেশি শূন্য থাকবো!
হয়তো!


আমি কাকে বলবো– আমার মন ভালো নেই?
কাকে বলবো, একা ঘুম আসছে না?
কাকে বলবো?
এমন ঘোর অন্ধকারে আমার চোখের জল মুছার কে আছে?
কে আছে চিৎকার শোনার?


জানি সময় বদলাবে,
ব্যাংকে বিশাল অর্থের হিসেব নিয়ে গড়মিল হবে একদিন,
দামি গাড়ির হর্নের শব্দে মাথার চুল ছিড়ে যাবে;
হয়তো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বিদঘুটে গন্ধে বিরক্ত হবো একদিন!
হয়তো!


কাকে বলা যায়?
কোথাও কেউ নেই!
আমি কাকে বলবো– মন ভালো নেই?