এই উতলা মন-
খাঁ খাঁ মরুর মত তৃষিত বুক
সহস্র বছর তোমার অপেক্ষার প্রহর গুনছে।


তুমি এলে বৃষ্টি ঝড়বে, ফুল ফোটবে ধরায়
তুমি এলে মুখোমুখি দাড়াবে চাঁদ সূর্য,  ভরা জোছনা চুইয়ে পড়বে পৃথিবীতে।
এই ক্ষুধার্ত বুকে প্রাণ ফিরবে
এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত ক্ষয়ে যাবে গ্রানাইটে।


এই মরা নদীর মরা চর সবুজের চিহ্ন নয়
ক্ষয়ে যাওয়া জীবনের বিদগ্ধ প্রতীক।
ধূলোর পলেস্তারায় পড়ে থাকা শুকনো ফুল।
অথচ তুমি কিছু জানলে না, তুমি আসলে না।
তুমি এলে শ্বাসত নদী সাগরের পানে ছুটত,
তুমি এলে তৃষিত মরুর অধীর চাওয়া অনায়াসে টুটত।