এই বুঝি প্রেম,
কথা নেই সারাদিন,তবু–
মৃত্যুর মতো এত কাছে তুমি!


এই বুঝি প্রেম!
এই বুঝি প্রেম!


আষ্টেপৃষ্টে এতটা জড়িয়ে গেলে–
এতটা ভুলিয়ে দিলে সব


চোখ বাঁধলেই তুমি আসো, চোখ খুললেও তুমি–
এ যেন বন্ধন–
বৃক্ষের মতন,অমোঘ অনিবার্য ভূমি!


এই বুঝি প্রেম!
দেখা নেই, মিলনের কোনো রেখা নেই,
কত আয়োজন তবু–
অনন্তের পথে হাতে হাত রাখার স্বপ্ন।
জোছনার আলোয় মুখোমুখি হওয়ার কল্প।


এই বুঝি প্রেম!
ঘুম নেই চোখে,
আমাতে জুড়ে আছো, অথচ কত দূর!
সূর্যের মত, গ্রীষ্মের কড়া রোদের মত।
দূর থেকে পুড়ে দাও, সবটা জুড়ে দাও।


এই বুঝি প্রেম,
এই বুঝি প্রেম!