এই প্রাণের উৎসবে মৌমাছির অহেতুক মৃত্যু
ট্রাফিকে বিরক্তির কারন আর হলো কই,
জীবন বাঁচেনা জীবন ছাড়া, জীবিকা কদর্য;
রাতের ল্যাম্পপোস্টে সূর্য মলিন।
কে ভাবে দিন,
মসলিন?
যা কিছু সুন্দর, অন্ধর দর্শন আর হলো কই?
বিক্রিত মন দেহের সমান্তরাল।


একদিন ফিরে এসো পৃথিবীতে,
জোছনা দেখো নদীর আলোয়।
স্বর্ণের মূল্য ঢের, কাঠগোলাপ অমূল্য।


এত যোগবিয়োগ, এত হিসেবের অংক;
কবর দিলেম স্বপ্ন।
আকাশ, ভালো থেকো।
সূর্য, আলো দিও।
সুখী হও স্বর্ণখণ্ড।