কোনো শখের নারী চাই না আমার।
আমি চাইছি তুমি আমার অভ্যেস হও।
সকালের প্রথম সূর্য হও, আর সন্ধ্যার সন্ধ্যাতারা
আমি চাইছি তুমি আমার প্রতিদিনের টুথব্রাশ হও, আড়মোড়া ভাঙা সকালে যেন তোমার স্পর্শ পাই।


শখের নারী চাই না, আমার স্বচ্ছ চশমা হও
যেন চোখের সবচেয়ে কাছাকাছি রাখি।
ঘামে বদলে যাওয়া প্রিয় শার্টের কালার হও
যেন শরীরজুড়ে আষ্টেপৃষ্টে লেপ্টে রাখি।
আমি বলছি, আমি রাজা নই;
আমার কোনো রানী চাই না;
তুমি বরং তুমি হও, তোমাকে চাই।


জ্বরের ঘোরে প্রশান্তির এক জলপট্টি হও
যেন তোমার ছোঁয়ায় শান্তি মেলে।
আমার মোবাইল ফোনের চাবি হও,
যেন তোমায় ছাড়া অচল থাকি।
বিকেল বেলার বাঁশি কিংবা বিরক্তির হর্ন হও।
আমি চাইছি, তুমি আমার অভ্যেস হও।
তুমি বরং তুমি হও, তোমাকেই চাই।