আপনাকে আঁকড়ে রাখতে গিয়ে বুঝেছি-
জীবনের সব থেকে পিচ্ছিল বস্তু প্রেম,
আপনাকে আঁকড়ে রাখতে গিয়েই
আটকে গিয়েছি মায়ায়।


আমি মেঘ হয়েছিলাম
সূর্যরশ্মির তীব্রতা থেকে আপনার ঝলসানো দেহকে রক্ষা করতে,
আপনি আমাকে বৃষ্টি হয়ে ঝরার হুকুম দিলেন-
গোলামধর্মী আমি তখন মোহে মুহ্য হয়ে নিজে ঝরেছি, আপনাকে ঝরাতে পারি নি।


থাকবেন না জেনেও যে অযাচিত চেষ্টাকে মধ্যাঙুলি দেখিয়েছেন বারবার-
একদা সে চেষ্টাকে মিছিলে যেতে দেখেছি, দেখেছি শ্লোগানে মুখর হতে, কাপাতে দেখেছি অনবরত রাজপথ, " সে আমার না হলে হয়ে যাক পৃথিবী - আমি যাযাবর হয়ে তার বুকে ঝরা পাতার ন্যায় শুয়ে রবো।


আপনাকে পাওয়ার বাসনায় সরে আসা সময় তখন-
চিরকুটে শব্দ বুনে দিন আনে- রাত নামায়, গভীর রাতের নিস্তব্ধতার শব্দ শুনে ঘুমিয়ে পড়ে।