ইচ্ছে হয়
সামনে তোমায় বসিয়ে রাখি
চোখের ক্যানভাসে শুধু তোমায় আঁকি।


ইচ্ছে হয়
তোমার নামে সদা তোমায় ডাকি
তোমার কোমল হাতে দুহাত রাখি।


ইচ্ছে হয়
তোমার চলার পথে পাপড়ি ছড়াই
তোমার সুখের জন্য করতে লড়াই।


ইচ্ছে হয়
তোমার চোখে মধুর স্বপ্ন দেখি
তোমার নামে একটা কবিতা লিখি।


ইচ্ছে হয়
তোমার কথার মুক্তা কুড়াই
তোমার হাসির শব্দে হৃদয় জুড়াই।


ইচ্ছে হয়
তব চোখের গহিনে যাই হারিয়ে
হৃদয় হতে হৃদয় ছাড়িয়ে।


ইচ্ছে হয়
কুন্তলে তোর বাতাস খেলি
রেশমি আঁচলে মন পাখনা মেলি।


ইচ্ছে হয়
অধরে তোমার অমৃত ঢালি
আনি কপোলের টলে খুশির ডালি।


ইচ্ছে হয়
চাঁদ পানা মুখের চাদনি হতে
এ বুকে বাঁধি দুই বাহুতে।


ইচ্ছে হয়
করতোলে তোর সুখের পরশ
হৃদয় জমিন করতে সরস।


ইচ্ছে হয়
বাবুই'র বাসা খোপা বাধা চুলে
জীবন দোলনা যাক দুলে দুলে।


ইচ্ছে হয়
তব নয়নে আমার কাজল জড়াই
পায়ে'তে প্রেমের আলতা পরাই।


ইচ্ছে হয়
তব বাহুডোরে আশ্রয় নিতে
স্বর্গের সুখ আস্বাদিতে।


ইচ্ছে হয়
সদা পাশাপাশি থাকি
তোমার নিঃশ্বাসে নিঃশ্বাস মাখি।


স্বর্গ অপ্সরা যেন পারিজাত
ভাবনায় তুমি আছো দিনরাত।