তোমাকে দেখার একটু সুযোগ
হারাতে চায় না এই দুটি চোখ।


একটা মুখের এতো মায়া
দুটি আঁখিতে  এতো সুখের ছায়া
চাহি অভিলাষ চোখে অপলক।


কথায় মনে গোলাপ ফোটে
হাসির ফোয়ারায় ঝরনা ছুটে
জীবন ভাসায় জোসনা আলোক।


মুখের কথায় এতোই মধু
মোহাচ্ছন্ন হয়ে শুনছি শুধু
কন্ঠে মেশানো নেশার মাদক।


তমসার কালি কালো কুন্তল
কপোলের টোল হিমালয় আঁচল
খেলছে খেলা এমনি কুহক।


ললাটের মাঠে রক্তিম টিপ
সিঁথির নিচে রুপের প্রদীপ
হৃদয় বেধেছে নাকের নোলক।


ষোলোকলার শ্যাম ঐ বরাঙ্গ
হৃদয় অর্ণবে আনে তরঙ্গ
শোনিত উর্মি নাচে রচিয়া পুলক।


চিবুকের নিচে ছোট দুটি তিল
তুলেছে প্রেমের মৌন মিছিল
তাইতো লিখছি এ প্রীতির শোলক।