তুমি হিমালয় প্রতিবেশী
আমি দক্ষিণ দেশী
তোমারে ভুলিনি সখি
আড়াল করেছি মুখ
আছড়ে পড়ছে ঢেউ
লোনা জলের চাবুক।
তীরে তীরে জল খেলা
মরা শামুকের ভীড়
কষ্টের রং লাল
তাই অস্তাচল আবির।
আবিরের ছটা জলে
সেখানেও অগ্নি জ্বলে
লোনা জল আরো লোনা
বিপন্ন জীবন যৌবন
সুখ স্বপ্নের আল্পনা।
তৃষ্ণার জল অপ্রতুল
মরুভূমির সমতুল্য।
গাঙচিল বেশে আমি
একাই উৎফুল্ল।
কেয়ার শাখায়
বাধিয়া প্রাণ
মিলিয়ে গলা
ধরেছিনু গান।
এতো বাহির আমার
ভিতরে আবার
আছে অন্য পুরান।