সেগুন তক্তার খাট,পুরনো একটা চাদর,
ছেড়া দুটি বালিশ,নেই কোনো আদর;
বিছানায় হাত দিতে দেখি- ধূলো আর মাটি,
কিন্তু একদিন এইখানেতেই হয়েছিল প্রেম খাঁটি।
বসতেই এক পাশে কাঠ শব্দ করে,
মোর হৃদয়ের সুখের কথা অশ্রু হয়ে ঝরে।
কত না যতনে!একান্ত গোপনে,আসতাম বিছানাতে,
রূপকথার রাজ্যে হারিয়ে যেতে তুমি আমাতে।
সেগুন তক্তা,চাদর,বালিশ বিছানাতেই আছে
ভাবতে আজও অবাক লাগে,নেই তুমি মোর পাশে।
রক্ত রঞ্জিত তুমি আর রক্তাক্ত বিছানা,
কেন এল একাত্তর? যে দুই হল মোদের ঠিকানা।