আমি দেখেছি যেতে হারিয়ে স্বপগুলোকে
ধূলোর সাথে মিশতে,
দেখেছি শত লাঞ্চনার মাঝে
আকড়ে ধরে বাঁচতে।
দেখেছি সেই দুঃখিনী মায়ের হাজার আর্তনাত!
পারে নি তার ছোট ছেলেটিও দুর্ভিক্ষ থেকে বাঁচতে।
সেই হাহাকার,ছিল নিরাকার
সব ঠিকই আছে;
মায়ের মনের ফুলগুলো
আজ পাথর হয়ে গেছে।
যেখানে শিক্ষা ছিল শুধু
স্বপ্ন আর বিলাসিতা,
সেইখানেতে জন্ম আমার
সে-ই যে আমার মিতা।
একি নি-হৃদয়! একি কঠোর!
একি তুমি স্রষ্ঠা?
অন্ন,বস্ত্র না দিয়ে তুমি
কেন দিয়েছো তেষ্টা?
পারব কি হতে মোরা
ঐ ধনী লোকের মত?
চাই না যে তা! চাই শুধু_
দু বেলা খেয়ে পেট পুরলেই হতো।



ইব্রাহিম আরাফাত
ঢাকা,১১/১২/১৫ইং