ভোগে নয় ত্যাগেই সুখ
পুস্তকেতে মানায়,
বাস্তবে এর প্রতিফলন
থাকে তাসের ঘরের কোণায়।
স্বার্থে দৈনন্দিন কাজ
স্বার্থে করি চুরি।
স্বার্থ খুঁজতে করি না যে লাজ!
নিজের গলায়ও ধরতে পারি ছুরি।
স্বার্থ খুঁজি রন্ধে রন্ধে,
খুঁজি স্বার্থ ফুলের গন্ধে।
স্বার্থ খুঁজতে হই যে অন্ধ
তবুও রাজি না করতে বন্ধ;
স্বার্থের ফুল ঝুরি,
স্বার্থ পেলে ঊনিশকে বলতে পারি কুড়ি।
বর্তমানে মানুষের একটাই চাওয়া
হোক গত পিতা-মাতা,স্বার্থেই পাওয়া।
পুত্রের স্বার্থ পুত্র বোঝে,স্বার্থ বোঝে পিতা,
নিজের স্বার্থ বুঝে পেয়ে,পরও হয় মাতা।
স্বার্থ নেই তো পিঁপীলিকার
নেই স্বার্থ ফুলের।
মানুষ হয়ে কেন স্বার্থ খুঁজি?
মাসুল দেই কেন ভুলের?
বই তো কোনো স্বার্থ খোঁজে না
দেয় জ্ঞানের আলো!
একবার করো অন্যের উপকার
দেখবে,লাগবে ভালো।  


ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন!
ইব্রাহিম আরাফাত
১২/১২/১৫