মানুষের চেয়ে নাহি কিছু মহীয়ান
ভ্রাতৃত্ববোধের কল্পনায় বাড়ে সম্মান;
সৃষ্টির সেরা মানুষ,খোদার দান
মানুষের মত হও আগে,পরে মহীয়ান।
দুঃখের ছোয়া পেলে তুমি
সুখ কি তা জানবে,
ব্যর্থতা যদি নাহি থাকে
সফলতায় কি হবে?
কালো,খাটো,গরীব যারা
তারাও তো মানুষ;
তবে কেন হিংসা কর
তাদের ভাবো ফানুষ।
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই,
ধর্ম বর্ণের ভেদাভেদ ছাড়ো
জীবে দয়া কর ভাই।
অর্থের বলে বিমোহিত হয়ে
হইও না তুমি বেহুশ,
পঞ্চভূতে জয় করিয়া
সৃষ্টির শ্রেষ্ঠত্বে মানুষ।