"মা" কথাটি মধুর কেন
তুমি কি তা জানো ?
হৃদয় থেকে মনের আবেগে
যে না মুখে ভাসে।
সে যে মা,আমার মা!
তোমার আঁচলে কেন মা এতো মায়া?
কেন থাকো তুমি হয়ে আমার ছায়া?
মা,কেমন করে তুমি বুঝে যাও?
অব্যক্ত কথা,যা না বলি তাও।
যখন দেখি মা তোমার মুখ
আমার কাছে তখন যেন সারাবিশ্বের সুখ;
তুমি আমার জন্মধাত্রী
তুমি আমার মা!
তোমার আঁচল ছেড়ে মাগো
কোথাও যাবো না।