নিরবে নিভৃতে কেন কাঁদিতেছ সখী?
বসন্ত লাগে নি কি গায়?
কুহু কুহু গান সারাদিন ই কর,
পাও নি কি তবে তার সায়?
বসন্ত এল যে ধরায়।
আজ যৌবন শান্তি মাটিতে গড়ায়,
তবে কেন সখী কাঁদিতেছ হায়!
বসন্ত লাগে নি গো  তোমার গায়?
লেগেছিল বসন্ত মোর হৃদয়ে,
কে জানিত সুখ নিবে না, মোর ভাগ্যে সয়ে!
ঝরা পাতা হয়ে মোর সখা চলে যায়,
তাই তো চাই দিতে,বসন্তকে বিদায়।
কষ্টের মাঝে তোমায় উদাসে বলি,
ঝরা পাতা ঝরে যাবে,আসবে নতুন কলি।
গ্রহণ কর তুমি বাগিচার ফুল!
নিভৃতে কেঁদে কেঁদে কর না কো ভুল!
আমি পারিব না ভুলিতে, তাকে হারানোর ব্যাথা,
তাকে ঘিরে রয়েছে মোর হাজারো কথা।
তার দেয়া স্মৃতি জড়ায়ে সারা গায়,
অশ্রুজলে দিতে চাই,বসন্তকে বিদায়।