লাল সূর্যের আভা পশ্চিম আকাশে তিলক পড়িয়ে দেয়,
সন্ধ্যা এত অপরুপ যে ভাষায় প্রকাশ করার মত নয়।
সূর্য যখন ঘুমাতে যায় পশ্চিমাকাশের কোলে,
প্রকৃতি যেন তার ভিন্ন ভিন্ন রুপ জাগিয়ে তোলে।
নেই রৌদ্রের তপ্ত প্রখরতা,নেই অভিমান!
নীলাকাশের শোভা তখন কেঁড়ে নেয় সবার মন।
সন্ধিক্ষণে সূর্য হাসে,দারুন খেয়ালী হাসি,
কাজ কর্ম সেরে ফেরে বাড়ি,রাখাল আর চাষী।
সন্ধ্যার আকাশ ও প্রকৃতির প্রেম যেন চিরন্তন
হৃদয়ে হৃদয়ে ফোটায় জীবনের স্নেহমাখা বন্ধন।
সন্ধ্যার সেই ছন্দময় লগ্ন কখনো যেন না থামে
সৌন্দর্যের মহিমায় ভাস্বর হয়,যখন সন্ধ্যা নামে।