আবেগ-বিবেগে পূর্ণ
স্বার্থে যে হয় শূণ্য
সেই তো প্রকৃত মানব।
অন্যের দুঃখে দুঃখী
অনাহারীকে দেয় রুটি
সেই তো দানশীল মানব।
সময়কে নাহি করে হেলা
কাজের বেলায় নাহি খেলা
উপকারই যার ধর্ম
জীবের জন্য ই কর্ম
সেই তো মহান মানব।
হিংসায় নাহি পোড়ে
পরে না নেশার ঘোরে
ধ্বংসে করে না বিশ্বাস
সৃষ্টিতে যার নিঃশ্বাস
সেই তো প্রতিভাবান মানব।
যে পরে না ইন্দ্রিয়ের বশে
যে সত্যের অংক কষে
সেই তো সত্যের মানব।
অত্যাচারকে করে ধ্বংস
নিপীড়িতের পাশে হংস
যে আঁধারের পথে চলে
জ্ঞানের আলো জ্বেলে-
চলে নতুনে সন্ধানে
পরে আত্মার বন্ধনে
সেই তো দীপ্ত মানব।
যে পথহারা তরীর ধরে হাল
যে ঝড়ের সময় তোলে পাল;
নতুন সূর্য দেখিতে
যে চলে আঁধার রাতে
সেই তো সাহসী মানব।
রক্ত-মাংসের দেহতে
লুকিয়ে আছে মানব;
আমার মাঝের আমিকে জাগাই
গাই জয় উল্লাসের গান
দেহের মানব কে জাগিয়ে তুলি
হবে দেশের কল্যাণ।