লতা-পাতায় ঘেরা দেহ
আমি এক বনের ফুল,
জন্ম হল মাটি থেকে
এটাই কী মোর ভুল?
প্রজাপতি ক্ষুন্ন মনে
বলে- বন্ধু একি কথা!
তোমায় ছাড়া এই ভূবনে
লাগে প্রাণে ব্যাথা।
*** *** ***
মানুষ মোরে নেয় যে ছিড়ে
বাসে না কেউ ভালো;
একটু পরে ছুড়ে মারে
ভবিষৎ মোর কালো।
পবিত্রতার প্রতীক আমি
ছড়াই সুন্দর সুবাস;
তার বিনিময়ে কী_ এটাই প্রাপ্য?
করবে মোরে নাশ!
না না বন্ধু_তারা তোমায়
বাসে অনেক ভালো,
মনের মানুষকে দেয় যে তোমায়
ছড়ায় প্রেমের আলো।
চাই না আমি এ ভালোবাসা
ফুরিয়ে যায় প্রাণের আশা!
করে আমায় অবহেলা
কেটে গেলে অপরাহ্ন বেলা।
*** *** ***
অভিমানী ফুল কেন অভিমান কর?
স্বার্থক জনম তোমার পৃথিবীতে ধরো;
অভিমান করি কি? আমি আহ্লাদে!
অভিমান করতে যে প্রাণে মোর বাঁধে।
বন্ধু আমার বন বনানী
আর তোমরা প্রজাপতী ভাই,
যেথায় আমার সাধ থাকে না
বল কেমনে যাই?
বনের ফুলের প্রাণের কথা
বোঝে না তারা,দেয় যে ব্যাথা!
বনের মাঝে জন্ম আমার, বনের মাঝে শুঁই
মরণের পরেও যেন, বনের মাঝে রই।