জীবন ও সংগ্রামের মধ্যকার দ্বিপাক্ষিক যুদ্ধে ক্রমাগত পথ ভুল করি,
অভ্যাসগতভাবে বারবার আত্মসমর্পণ করি জীবনের কাছে;
যেভাবে পৃথিবীর সকল পিতা হেরে যায় কন্যার অভিমানী কণ্ঠে–
মা তার সন্তানের আবদারে।