একুশ মানে দুঃখিনি বাংলা
বর্ণমালার ছবি।
একুশ মানে মায়ের ভাষায়,
কথা বলার দাবি।
একুশ মানে রাতের আকাশে,
লক্ষ তারার শোভা।
একুশ মানে বায়ান্ন এর,
শোকাময় সেই দিবা
একুশ মানে নীল আকাশে,
লাল সবুজের নিশান।
একুশ মানে শহীদ মিনারে,
মুখোরিত মানুষের শ্লোগান।
একুশ মানে রাজপথেতে,
তারুণ্যের জয়গান।
একুশ মানে সালাম রফিকদের,
ঝরে পড়া তাজা প্রান।
একুশ মানে বীর বাঙালীর,
গর্জে ওঠা হাত।
একুশ মানে বুকে পেতে নেওয়া,
বুলেটের হিংস্র আঘাত।
একুশ মানে ভিরু জনতার,
ক্লান্ত রুদ্ধশ্বাস।
একুশ মানে অবনীর বুকে,
রক্তে ভেজা ইতিহাস।
একুশ মানে বিধবা নারীর,
পরনের সাদা শাড়ী।
একুশ মানে ছেলে হারানো,
মায়ের আহাজারি।
একুশ মানে ঝংকার তোলা,
মোহীনি সূরের মূর্ছনা।
একুশ মানে বাঙালী জাতির,
স্বাধীনতা সংগ্রামের সূচনা।
একুশ মানে রবির উদয়ে,
আলোকিত চারিদিক।
একুশ মানে বাঙালী জাতীর,
চির প্রেরনার প্রতীক।