এ কোন গ্লানিতে-
হানি কর মোর বেদন?
সহিতে পারেনা হিয়া-
নীলের এই বীভৎস রঁজন।


স্থাপিলা মোরে-
তটহীনা সায়রের মধ্যস্থিতে,
কেমনে হইবো আমি উত্তরণ-
নিরাধার এ জলধি হইতে?


বারিদ হইয়া জমাট বাঁধিলা-
লোচনের নিলীন শহরে,
বর্ষণ হইয়া নামিলা নিয়ত-
যামিনীর বিজন আঁধারে।


গোলাপ হইয়া ফুটিলা-
মোর নন্দিত হৃদয় কাননে,
মোহিত সুবাসে প্রকোপ করিয়া-
পোড়াইলা বিষাদের দহনে।