কেমন আছো জাগরিতা?
বিনিদ্র দুটি চোখ অশ্রুবারিতে নিষিক্ত করে—
এখনো কি ভাবো আমার কথা?
আমার প্রতীক্ষাটুকু এখনো কি সৃজিত করে তোমার একাগ্রতা?
খুব নিশীথে তোমার কোমল মুখটি ভেদ করে—
এখনো কি নিঃসৃত হয় তুষারের ন্যায়ে সুভ্রতা?
করিডোরের দেয়ালে ধরাশায়ী হয়ে বসে—
এখনো কি আপন করো তোমার স্বরচিত নির্জনতা?
ব্যথাতুর হাতে চেপে ধরা গিটারের কর্ডগুলো—
এখনো কি ভুলিয়ে দেয় তোমার বিহ্বলতা?
শীতাংশু কে ঘিরে ধরা অজস্র তারার পানে চেয়ে থেকে—
এখনো কি উপভোগ করো আকাশের বিরলতা?
তোমার বৃক্ষতূল্য দীর্ঘশ্বাস দিয়ে—
এখনো কি ঘোচাও যামিনীর সব নীরবতা?
বারান্দার রেলিং ধরে দাড়িয়ে থেকে—
তোমার বাড়ির সম্মুখ সরণির দিকে চেয়ে চেয়ে—
এখনো কি খুঁজে বেড়াও আমার সেই উপদ্রব, ব্যগ্রতা?
হারানো দিনের সেই অভিমানগুলো—
এখনো কি তোমার মনে জাগিয়ে তোলে বেজায় তিক্ততা?
আমার দেওয়া চিঠিগুলোর প্রেমময় লিপি—
এখনো কি তোমার মাঝে গড়ে তোলে সংলগ্নতা?


কেমন আছো তুমি জাগরিতা?
দুরারোগ্যের মত—
এখনো কি তোমায় গ্রাস করে যায় নিঃসঙ্গতা?


এখনো কি তোমার মেঘমেদুর অম্বরে—
উড়ে বেড়ায় অবেলার শঙ্খচিল?
এখনো কি এই সংজ্ঞাটা খুঁজে বেড়াও—
'বেদনার রং কেনো নীল?'
ভুলো মন নিয়ে এখনো কি শব্দকোষে অন্বেষণ করো —
ভালোবাসার সিনোনিমগুলো?
একরাশ আঁধার বুকে নিয়ে —
এখনো কি গেঁথে বেড়াও বিষাদের পুষ্পমাল্য?
এখনো কি তোমার তমসাচ্ছন্ন মনের ক্যানভাসে —
এঁকে বেড়াও আমার ছবি?
এখনো কি মোমের শরীরের মত —
যাতনার অনলের কাছে রাখো হৃদয়ের সব দাবি?


কেমন আছো'গো তুমি জাগরিতা?
আমি বিহনে এখনো কি অনুভব করো তোমার অপূর্ণতা?


নাকি অন্য কারো কাছে আজ সমর্পণ করেছো —
তোমার ভালোবাসার নীল পদ্ম?
সেও কি তোমাকে নিয়ে লিখতে পারে—
কলমের আঘাতে জর্জরিত এতগুলো রক্তমাখা শব্দ?