জানিনা এ কোন অধর্মের দায়
আফ্রোদিতির ক্রোধ  আজও আমায় গিলে খায়
বুকে কিউপিডের তীর
বিদ্ধ হয়
এমন কারো জন্য যার চোখে পাপ,
ঠোঁটে অভিশাপ
আর সমস্ত দেহে নরকের মত উত্তাপ
ছুঁতে গেলে আঙুল ঝলসে যায়
আর দেখতে গেলে পৃথিবী-
হেডিয়ানের নারকীয় যুগে ফিরে যায়
তবু তারে এড়াতে পারিনি, না পেরেছি সাইরেন'দের গান,
না গেয়েছি হেলেনের জন্য ট্রয়ের বুকে
যুদ্ধের জয়গান...
তারপরও একদিন থেমে যেতে হয়;
মেডুসার শাপগ্রস্ত চোখে তাকিয়ে পাথর হতে হয়
ততদিনে ক্রোধ আমার পিছু ছাড়েনি, না ছেড়েছে এরিনিদের ভয়
শুধু মনেহয় বাকী সবার পাপেই যীশু একদিন ক্রুশবিদ্ধ,
কেবল আমার পাপে নয়...