গুনে গুনে সব মিলিয়ে
অল্প সংখ্যক অবকাঠামো
দেখতে ছোট পরিধি কম
তবে ধারন করে বড় বড় গল্প
নেই তেমন কোন কারুকাজ
যেমন কারুকাজ হীন জিবন
জিবন মানেই সুখ নেই অঢেল
পুরো কষ্টের যানবাহন
পা বাড়ালেই ব্যর্থতার প্রতিধ্বনি
সময় যেন উষ্কে দেয় সব
চলার পথে ভুলতে হয়
যা ভুলার মত নই তা জমা রই
বই খাতা হাতে বাসায় ফেরার পথে
যেতে যেতে দেখা দেয় কেউ
দিন যায় মাস যায় সময়ের অবক্ষয়
মায়ার ঢিল ছুড়ে চলে গেল দুরে
আমার যাওয়া হয় না কোথাও
পাসপোর্ট ঘরে ধুলো পড়েছে যত্নে
আর্তনাদ আর দুফোটা জল চোখের কোনে
সময়ও হয়ে গেছে বিরোধী দল
তবুও বড় হচ্ছে ভেজা গল্পের পাতা
সেদিনের সেই তোমার সামনে গিয়ে দাড়ানো
আবার মাথা নত করে ফিরে আসা
সেই তোমার ব্যবহারে সময় কেটেছে অনাহারে
পিচু ফিরে চাইনি একবারো
ডানা ভাঙ্গা আহত পাখির মত
যুদ্ধ করেছি নিজের সাথে
পরাজয় বরন করেছি সাচ্ছন্দ্যে
শুধু কিছু কষ্ট সংগ্রহ করেছি
কিন্তু ভুলিনি এক বিন্দুও
সব প্রিয় আর অভিমানি কষ্ট গুলোকে
ভাজে ভাজে অতি আদরে
সাজিয়ে রেখেছি স্বযত্নে
পচিশ কাঠের আলমারিতে
যা উল্টে-পাল্টে কখনই দেখবে না কেউ
তারা থাকবে নিজের মত করেই
তাদের সাথে সঙ্গী হবে আরো অনেক
কেননা জিবন এখনও বাকি