কথায় আছে "প্রেম মানে না বাধা"
যদি হয় অন্তরাত্মার
কথাটার প্রমান দিয়ে
প্রেমের কণ্টক গলায় বিধে
অরুণিমা সাত পাকে বাধা পড়ে
শৈশব ফুরবার আগেই
জীবনের অর্থ বোঝার আগেই
সংসারের গুরুদায়িত্ব
পাশাপাশি লেখা-পড়া
সময় যায় বড় ব্যস্ততায়
দিন যায় মাস যায়
এভাবেই বছর ঘুরে
নতুনের আগমন হয়
বড় হয় তার পরিবার
বেড়ে যায় দায়িত্বশীলতার গভীরতা
নেই কোন দ্বিধা-দন্দ্ব আর সংকীর্ণতা
পাখিদের সংসারের মতই
সাবলীল দু'হাতে
ফুল দানিতে সাজানো
ফুলের মতই সুন্দর হোক
অরুনিমার আগামীর দিনগুলো