আনন্দ নেই কোথাও
কথা হারাচ্ছে  সবাই
মৃত্যুর মিছিল চারিদিকে
আর্তনাদেরও ভাষা নেই


সময়ের অপেক্ষা নেই
মৃত্যুর খবর অবিরত
কোথাও সাধারনের লাশ
কোথাও যোদ্ধার লাশ
মুখ থুবড়ে পড়ে আছে রাস্তায়
ছুয়ে দেখছে না কেউ


ধংস হচ্ছে পৃথিবী
দাপিয়ে বেড়াচ্ছে "করোনা"
কোটি কোটি মানুষ মারা যাচ্ছে
আত্মীয়-স্বজন আর
গোসুল-জানাজা বিহীন কবর হচ্ছে
এটাই সেই সময়
মানুষ থেকে মানুষ দুরে
কোন একদিন হেডলাইন হবে
"কোলের সন্তান থেকে মা দুরে"


মানুষ গুলো ভেজা বুকে
আকাশের দিকে তাকিয়ে
মানুষ ব্যর্থ,উপায় নেই আর
মানুষ একটা আশায়
মহান আল্লাহ যদি তাকায়