তুমি কোথায় থাকো বলো!
তোমার জন্যই আজ আখি ছলো ছলো
তোমায় খুজে খুজে ক্লান্ত হিয়া
হৃদয়ের অরণ্যে বয়ছে প্লাবন
শুন্য মনেতেও নেমেছে শ্রাবন
তোমায় খুজতে ডিংগিয়েছি কত নদী
ব্যাকুল মন খুজে পেল না তোমায় আজ অবধি
ফুল বাগানের ফুলে প্রজাপতিরা ডানা মেলে
প্রজাপতির ডানায় ভর করে তুমি এসেছিলে
কোন সুভাষে পুলকিত হয় না এই মন
তোমাকে মনে হলে শুরু হয় রক্তক্ষরন
তোমায় খুজতে পাড়ি দিয়েছি কত হৃদে,নদে
আরো খুজেছি তোমায় দুপুরের রন্জিত প্রখর রোদে
বলতে পারো কেন আমার এত খোজা-খুজি?
কারন তুমি যে আমার অপ্সরি, আলপনার তুলি