কুয়াশা ঘেরা সফেদ এই শহরে
বেদনার রং লেগেছে রঙিন আকাশে
স্বপ্নেরা হারিয়েছে শ্যামাঘাসের বনে
পদ্মাবতী হয়ে শিশিরের ফোটা বেয়ে
হেটে গেছো নির্জনে বহুদুর
মাড়িয়ে গেছো শত স্মৃতির ঝাঁক
সন্ধ্যা তারা হয়ে এসে
গল্প শোনাও না ছলছল আধারে
কান পেতে শুনো না অপ্রিয়
মুক্ত জ্যোৎস্নায় নিশুতি কন্ঠস্বর
একটা হৃদয় বন্ধক রেখে একাকিত্বে
বিষন্নতায় নিভে আসা আমি
এলোমেলো মেঘে পশলা বৃষ্টিতে
প্রলাপ করে চলছে আষাঢ়
ভিজে ভিজে বর্ষার জলে
মাথা রেখেছিলে নির্বোধ কাধে
প্রয়োজন নয়, ছিলে প্রিয়জন
পদ্মপাতার বক্ষে জমা কণার মত
মৌনতা রেখে গড়িয়ে নিঃশব্দে
হারিয়ে গেছো শুন্যের এক কোণে
প্রিয় চারুলতা জড়ানো চিত্তে
তুমি আজ অপ্রিয় ভালবাসায়