জন্মলগ্ন হতে শুরু
আজ অবধি দাড়িয়ে
ক্ষান্তি হীন জীবন
ঝর্ণাকে বক্ষে জড়িয়ে
তারও অনুভূতি আছে
কষ্ট পেলে ক্রন্দন
ঝর্ণা হয়ে ঝরে


বোঝে না কেউ
অনুভূতির ভাষা তার
ক্রন্দন থেমে গেলে
শুকিয়ে গেছে বলে সবাই


তাহার শরীর জুড়ে লতাপাতা
আরও অগণিত শত প্রানীর বাস
স্বাচ্ছন্দ্যে নিজেকে সঁপে দিয়ে
নিরবতার উদাহরণ হয়ে দাড়িয়ে


পৃথিবীর শেষ অবধি রবে
এভাবে শির উঁচু করে
তোমরা দাপিয়ে বেড়াও
তাহার আষ্টেপৃষ্টের গভীরে