তোর মনে মিলবে না এ মন
হবে না প্রেমের সাত কাহন
তুই মন বাড়িয়ে দিলে
আমি মন ভাসাব নীলে
দুরত্ব হবে ততটাই
যতটা হলে নিজেকে সান্ত্বনা দেয়া যায়


মনের অতল গভীরে
হৃদয়ের তীরে তীরে
পুষে রেখেছিস যে প্রেম
আছে কি কোন অধম?
আছে কি কোন বাঁশিওয়ালা
যে গলাই বাধবে ওই কাটার মালা


হতে চাই না ওই অধম
ছুয়ে দেখতে চাই না ওই প্রেম
যে প্রেম করবে মন শোষন
বয়ে বেড়াতে হবে অহসন
প্রেমের এই মহিমান্বিত সমাহারে
প্রেম আসবে জোয়ারে জোয়ারে