প্রতিদিন দেখা হতো
পলকে পলক পড়তো
বাসের মধ্যে পাশের সিটে
ক্লাসে নয়তো স্কুল গেটে
দেখা হতো কত শত বার
আবেগ ছিল আকাশছোঁয়া
ভালবাসা ছিলো এক বুক সমুদ্র নিয়ে


তুমি কলেজ যাচ্ছিলে
আর আমি প্রাইভেটে
রাস্তার এপার-ওপার
দুর থেকে দর্শন
সেদিনই তোমাকে
শেষবার দেখেছিলাম
মৃদু হাওয়ায় সাগরের ঢেউ
যেমন চোখ ফেরাতে দেয়না
তোমার হেটে চলা তেমনই মনোমুগ্ধকর


দুরদর্শন ব্যতিত
জোনাকির আলো পরিমাণও
অভয় সঞ্চার হয়নি কখনও
রক্তগোলাপ হাতে সামনে দাড়ানোর
কে জানে!!
আমার ভীরুতা নাকি তোমার উদাসীনতা