মহামারীর এই ক্ষণে
দৌর্মনস্য হীন জনগনে
বন্দী থাকছে না কেউ ঘরে
অকর্মে যাচ্ছে দুরে দুরে


সংবাদ সম্মেলনে
চায়ের দোকানে
মানুষে মানুষে পুর্ণ
যেন ভাইরাস নগন্য


শপিংমল থেকে ধান ক্ষেত
সর্বত্র জনগনের সমবেত
সবাই কেন এতো অজ্ঞ
দুয়ারে দাড়িয়ে মৃত্যুজজ্ঞ


আবেগ আছে পর্বত সমান
বিবেক নেই তিল পরিমাণ
শিকল পায়ে সচেতন
জেগে থেকেও অচেতন


বিবেকবান হও হে জাতি
জাগ্রত হও সুর্য্যের ন্যায়
আধার শেষে আলো আসবেই একদিন
উড়তে শেখা পাখি হয়ে
পৃথিবী জয় করো সেদিন