তুমি আমার হতে যদি
আমি আর আমি থাকতাম না
আমার দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গ
হয়ে যেত শুধুই তুমিময়
হৃদয়ের মরে যাওয়া অনুভুতি গুলোতে
আবারও বয়ে যেত jকালবৈশাখী ঝড়                


তুমি আমার হতে যদি
পানিশূন্য হৃৎপিন্ডেও আসত জোয়ার
শরীরের আনাচে-কানাচে বয়ে যেত
পাড় ভাংগা অজশ্র ঢেউ


তুমি আমার হতে যদি
আকাশ নয়,মহাকাশও আসত নেমে
ঝুলে থাকত আমার জন শুন্য বারান্দায়
চাদ,সুর্য্য এমনকি টিপ টিপ জ্বলতে থাকা
তারা গুলোও হয়ে যেত তোমার-আমার খেলার সাথী
  
                     তুমি আমার হলে
          আমি হয়ে যেতাম এক অন্য আমি
     মিলে-মিশে একাকার হয়ে যেতাম তোমাতে