সপ্তবর্না রংধনু আখি দ্বয়ে করিছে খেলা
ভ্রুকুঞ্চন সমিপে হৃদয়ে তরঙ্গ করিছে হেলা।
ঠোটের কোনে ছোট্ট ডিম্পল কি তার নেশা
কোন জলে ভাসাই সে তরী কোন নদীর দিশা?
আমি খুজতে যেয়ে আবার দেখি চুলের বাধা,
সে তো আরেক কাব্য, কত চুল করিছে খেলা
ঝাউবন আর হিজলতলীর মেলা।
তোমাতে তুমি আর তুমিময়তা
অধরা তুমি আমার,  প্রাপ্তিতে প্রাপ্তিময়তা।