জৈষ্ঠের দুপুরে আমার এক টুকরা
মেঘের নাম তোমার কালো চুল।
তোমায় ঘীরে বৃষ্টি দিনের ভালোলাগা
সেটা আমার অস্পষ্ট বিনিদ্র প্রিয় ভুল।
তোমার বাকা হাসির শব্দে বিনার ধ্বনি
তুমিই সেই, শেষ কাব্যের শ্রেষ্ঠাংশের প্রিয় মনি।
তুমি সেই আগমনি, ঝরা কৃঞ্চচুড়ার মালী
আমার চৈত্রের বৃষ্টি আর একগুচ্ছ গোলাপ ঢালী।
আমি ফিরে ফিরে আসি বারেবার
তোমার কালো চুলেই আমি ভেঙে চুরমার।