রূপের আগুনে পোড়ে চোখ বাংলার অরূপ দূর হোক এই শ্লোকে
চেয়ে দেখি আরাম রোদের ভোর ছড়াচ্ছে রূপের বারুদ অশোক ডালে
     আরো কত সবুজ পাতার ডাল রোদের আগুন মেখে নেয় নজর চোখের!


এই রূপ বাংলার ধর্ষিত হয় চোখে আমলার কে তার খোঁজে কারণ সুমনে
জনরোষ জনে জনে পরাণের ভয়ে তবু সকলে ঘরের শিবিরে সুন্দর চুপ মেরে!