এই বসার চেয়ার ঘর-দোর উঠান আঙিনা শিমুলের ছায়া পদ্মপুকুরে হাসের বৈকালিক সঙ্গম
এবং তোমার সুশীলা যোনি কোমল স্তনের বোটা
মুক্তি পাবে সব আমার চোখের কারাগার হতে— সন্ধ্যায় যেমন মুক্তি পায় দিন!


তখন এঘর তোমার রবে, পর হবো সুখে বা অসুখে নিভায়ে চোখের আলো
পুকুরের ওপাড়ে সটিবনের বুকে ঘুমাব যেখান হাসেরা ফেরে সঙ্গম শেষে।