জল নেবে?
একঘটি চোখজল!
স্ফটিকের মতো যার ভিতর তোমর প্রতিবিম্ব!
তোমার চোখের কার্নিসে ঝুলছে সে মুহূর্তগুলো, হয়তো সময়ের ছত্রাকে বির্বণ
স্মৃতির ডায়েরি খুলে দেখ আমার প্রেমের নামে ফোঁটা গোলাপগুলোর খসেনি পাঁপড়ি
নতুনের ভারে চাপা পড়ে কিছুটা ধূসর হয়ে রোদেলা রাখে তোমার মনবাড়ি।
আয়না দেখ অতীতের চোখে
দেখ রেটিনায় কার মুখের আলো দোলে
লেকপাড় কপিশপ হুট তোলা রিক্সায় দখিনা বাতাসের ঢেউয়ে কার চুল ওড়ে
বলো; জল নেবে?
একঘটি চোখজল!
অবথা কিছুটা জল দাও ঝর্ণা হয়ে যাই
প্রেমর নামে নদী সাজাই
নদী আর প্রেম ভাঙাগড়া খেলা খেলে তালে তালে বয়ে চলে পহাড় তো হয় না
বলো; জল দেবে?
আমার প্রেমের নামে যে জল ঝরে তোমার চোখে!