আমাদের এই সবুজ দেশের সবুজ মায়ায়
মন ভরে যায় অবুঝ ছায়ায়
সোনার রোদে ভর দুপুরে বনের বাসায়
কাক-শালিকের উড়াল পাখায়—
মন হারিয়ে বিলের ধারে ঝিলের জলে
একলা রাখাল পথের ধারে আদুল গায়ে বাঁশির সুরে
     যায় ডেকে যায়—
মনের সুখে ভোর-দুপুরে— তোমায় আমায়।।
একটু ফির ; ও নাগরী, বিলাস ছোঁয়ায় মনের ধাঁধায়
ফেলে স্মৃতির জল— ডাকছে যেথায় তোমায় আমায়
   বন-বনানীর পাখ-পাখালির দল।।