এখন আমার বিকেলর বেলা
আর আমি তো প্রেমের গরু!
যাবর কাটছি অতীত প্রেমের স্মৃতি
চোখে ভাসছে নতুন ভোরের ঘাস
দীর্ঘশ্বাস, নিঃশ্বাস আর বিশ্বাস দোলছে রাতের অন্ধকারের মতো
আর আমি যাবর কাটছি!
কী আশ্চর্য আমি সত্য বলছি আর ওরা হাসছে!
হাসুক গরুর চোখে হাসিও সদা— সাদা সবুজ ঘাসও
আমি অতীত প্রেমের স্মৃতি যাবর কাটছি
আর দুলছি রাতের অন্ধকারের মতো!
সময়ের মতন প্রেমও বয়ে চলে আপন গতিতে— আমরা চেয়ে থাকি!
আমরা চেয়ে থাকি আর যাবর কাটি আমাদের অতীত
অদ্ভুত আবেগে আমরা লেপ্টে থাকি— ব্যাবচ্ছেদ করে চলি নিজেকে


🔰জোছনার কারাগারে