তোমাকে দেখতে অকবিতার পঙক্তির মতন লাগে
যেন কোনদিন স্পর্শ করোনি জীবন
ছুঁয়ে দেখনি যৌবন!
ম্লান মুখে শীতের বৃক্ষের মতো বসে আছো
ধূলোর ধূসর জগৎ তোমার। মরানদীর চোখের মতন শুকাচ্ছ নিয়তির রোদে!
শোন— এর নাম বেঁচে থাকা নয়
এর নাম মরণও নয়!
জীবন নামের আগুনে নিজেকে পোড়ানোর স্বাধীনতা আছে সবার  
এ পৃথিবী তোমার আমার এতো জন্মে পাওয়া অধিকার!
কারো চোখের প্রতাপে দমে যেতে লাভ-ডাব করছে না হৃদপিণ্ড
মাথা তুলে দাঁড়ানো সে-তো পরাণের যুদ্ধ
যুদ্ধ অস্বীকারের স্পর্ধা নেই কারো!
শোন, বলছি— পারাণের বারুদ জ্বালাও
মানব জমিন কাঁপাও লিখে দাও অজানা ইতিহাস।।
কেউ কারো আপন হয় না
কেউ কাউকে অধিকার দেয় না
তবে কেউ কারো শত্রু নয়
জ্বলে ওঠো জ্বালাও জীবন বাতি
এ পৃথিবী তোমার আমার এতো জন্মে পাওয়া অধিকার!