বলেছিলে নদীর জলের মতন রবো জীবন জুড়ে যাব না কখনো ছেড়ে  
মাঝে মাঝে তিস্তা হলেও শোনাবে পদ্মার গল্প আকাশের নীল হয়ে
তারপর একথা সেকথা গল্পগোজার খেলায় মেতে উঠত বেলা। চোখের ভিতর চোখ ছিলো সহস্র নকশা আঁকা!


সেকথার গন্ধ এখোনো মস্তিষ্কে মাছের মতো সাঁতার কাটে
এখন দুজন মাথা রাখি আলাদা আলাদা দুটি বুকে।