কালের নদীতে—
জীবনের পালে আমি এ কি গান গেয়ে যাচ্ছি ঝরে
যেখানে জীবন জেগে জেগে দিচ্ছে মৃত্যুর পাহারা
স্বপ্ন ধুকে ধুকে গড়ছে মৃত্যুর সমাধি
স্বাধীনতা পড়াচ্ছে পরাধীনতার হাতকড়া!
আমি?!
আমাকে আমার কাছে মনে হচ্ছে অদ্ভুত আশ্চর্য!
এমন অদ্ভুদ আশ্চর্যে কত পথের মোড়ে
আমি আমাকেই করে যাচ্ছি ইচ্ছেধূলো
হায়! স্বপ্নের স্বাপ্নিক মানুষ এ কী ঢেউয়ের তোরে
জীবনপথ নৃশংসনৃত্য অভিবাসনে রসালো ক্লেদে
আমি! আমার ভিতরে জন্মমৃত্যুর বৃত্তশকটে।
এ কী স্বাদের বিস্বাদ আমার মহাকালের ঘর!
তবু ভালোবাসি কালের নদী— সুখবসন্ত আমার!