জানি না প্রেমের নিবেদন ব্যকুল করার ভাষা
শব্দের কৃষক তাই ধ্বনি বুনে যাই
আশা নাই ব্যাথা নাই কাব্যের অমিত চাষা
হৃদয়ের কথা বলি মনের ভাষায় হৃদয় সাজাই
তুমি জোছনার সুর হয়ে ঝরো তাই নাচে দিঘীর মসৃন জল
বাঁশ ঝাড় শিমের মাচান— নক্ষত্রের ছাদ ছুঁয়েদিছে ঐ গাঁও
অচেতন বাঁশি বাজে সুরের বাদল ঝরে তুমি অবিচল
জলপাইয়ের আচার রেখে কোমলের স্বাদে কেন এ হৃদয় খাও!