এখন তোমার স্মৃতি ছিঁড়ে ছিঁড়ে চলছে আমার সময়
রোদে মেঘে খেলে যায় এই আহত  হৃদয়
কত দূর এগোলে তুমি? তোমার আমি  
এই পথে পড়ে আছি
সুখের সঙ্গীত এমন বিষন্নতার
সুর যে বলে তুমি তো নও সুখী— হৃদয় তোমার ব্যাথার আধার!
এই অকালে বসন্ত হাওয়া কত যে বিষাক্ত
হৃদয় ছিঁড়ে যায়না দেখানো, যদি যেত— আমি হতাম বেদনা শূণ্য!
সেই স্বপ্ন মেঘে ঢাকা সূর্যের মতন— আমি সিক্ত
এ নয় তো কুয়াশা জলের নহর!
কত দূর! কত দূর এগোলে কিনতে সুখঘর
আরো কত ভাঙবে পৃথিবীর বুকে— ক্ষুধার্ত অনাহারী
জোছনা আহারে ভরে না হৃদয় বাড়ায় অদেখা তৃষ্ণা— জানলে না সুখ হরনকারী
তোমার হৃদয়ে নেই কোন বসন্ত বাতাস!
এমন তৃষ্ণায় তুমি তোমার পৃথিবী করবে ভারী
আর আহত পাখির মতো হাতরাবে সকল অলিগলি
দোষে দোষে পৃথিবীকে করবে দোষী!
আহা! সুখ আমার— হৃদয় ভরে, হৃদয় ভাঙার।।