আমি কিন্তু খুব সাধারণ
পাখি বনের যেমন
ডানায় তার উরন যাদু
কন্ঠে মিষ্টি গান!
চাইলে আমি হতে পারি
গাইতে পারি সুখ গান!  
আমাকে নিয়ে ভাববে যদি বলিও
পাখির পাখার পালক যেমন তেমন কোমল হবো।
আমার আছে প্রেমের তরী ইচ্ছে যদি হয়
জীবন হাটে চলার পথে চড়িও আমার নায়।।
সুখের নদী খুলে দিব দুঃখনদীর বহরে
সবুজ হৃদয় তুলে দিব মন ক্ষুধার আহারে!