আমাদের উচিত পাশাপাশি বসা
                       চোখে চোখ রাখা
আমাদের উচিত গাছের সবুজ পাতার নৃত্য দেখা
                        হাতে হাত রাখা।


আমাদের উচিত আকাশের মতো ঝুঁকে ছুঁয়ে দেয়া
                       শ্রদ্ধা ও ভালোবাসায় নত হওয়া।


আমাদের উচিত অধরের ভাষায় গল্প আঁকা
                      আর না বলা কথার অর্থ খোঁজা
আমাদের উচিত অভিমানের খেয়ায় রাগ পার করা
        আর সঞ্চয়ের গোলা আদরে ভরে তৃপ্তির বৃষ্টি নামিয়ে স্নান করা


আমাদের উচিত অভাবের ঘাম মুছে সুখের বাতাসে দোল খাওয়া
                       বুনোলতার মতন এলোমেলো সাঁজা
                     প্রজাপতির ডানার মতন রঙিন চশসা পড়া।


আমাদের উচিত আমাদের মন চাষ করা
                   এবং জীবন জুড়ে প্রেমের বীজ বপন করা।